English   Italiano
সুচীপত্র  |  আমাদের জীবন  |  জুবিলী বাইবেল  |  উপাসনা  |  খ্রিষ্টমণ্ডলীর পিতৃগণ  |  ডোনেশন  |  অন্যান্য আশ্রম  |  মানচিত্র
খ্রিষ্টমণ্ডলীর পুণ্য পিতৃগণের কোন্ পুস্তক এমন বাণী না প্রতিধ্বনিত করে
আমরা যেন সত্যকার পথ ধরে আমাদের সৃষ্টিকর্তার কাছে পোঁছি?

(সাধু বেনেডিক্টের নিয়ম)

নতুন উইন্ডোয়ে একটি ফাইল দেখতে হলে, মাউজের ডাইনের বটনে চাপ দিন, এবং ওপেন সিলেক্ট করুন।
একটি ফাইল ডাউনলোড করতে হলে, মাউজের ডাইনের বটনে চাপ দিন, এবং সেভ সিলেক্ট করুন।
সব ফাইল ডাউনলোড করতে হলে, iScriptorium ব্যবহার করতে পারেন (নিচে দেখুন)।
অধিকাংশ ফাইলগুলো পুস্তক আকারেও পাওয়া যেতে পারে: NSCTC-এর কাছ থেকে কিনে নেন। প্রতিটি ফাইল আনুমানিক ১ মেগাবাইট।

খ্রিষ্টমণ্ডলীর পিতৃগণের সঙ্গে সুসমাচার ধ্যান
খ্রিষ্টমণ্ডলীর পিতৃগণের এই উপদেশগুলো রবিবারের ও পর্ব-মহাপর্বের সুসমাচারের বাণী ধ্যান করার জন্য ফলপ্রসূ হতে পারে।

প্রৈরিতিক পিতৃগণ
তাঁদেরই প্রৈরিতিক পিতৃগণ বলে যাঁরা জীবনকালে যিশুখ্রিষ্টের প্রেরিতদূতদের সঙ্গে পরিচিত হয়েছিলেন। সুতরাং, তাঁদের ধর্মতত্ত্ব এজন্যই গুরুত্বপূর্ণ যে, সেই ধর্মতত্ত্ব প্রেরিতদূতদেরই নিজেদের নির্ভুল শিক্ষাদানের উপর নির্ভর করে। প্রতিটি ফাইল আনুমানিক কয়েক শত কিলোবাইট।
তাছাড়া, তাঁদের লেখার মধ্য দিয়ে খ্রিষ্টমণ্ডলীর জীবনের প্রথম লগ্নের পরিস্থিতি ও সমস্যাদি বিষয়ে অবগত হওয়া যায়।

iScriptorium
iScriptorium হল একটি ফ্রি সফটওয়ার যা এই পাতার এবং উপাসনা ও খ্রিষ্টমণ্ডলীর পিতৃগণের পাতায় উল্লিখিত ফাইলগুলো আপনার ডেস্কটপে ডাউনলোড করতে পারে। ফাইলগুলো একবার ডাউনলোড করার পর, প্রোগ্রামটি পরবর্তীতে কেবল সেই ফাইলগুলো ডাউনলোড করবে যেগুলো ইতিমধ্যে সংস্কার করা হয়েছে।
  • ডাউনলোড:  iScriptorium 3.1.7 ম্যাক (4.3 MB)  কিংবা  উইন্ডোজ (9.5 MB)

মুরাতরির পাণ্ডুলিপি-খণ্ড
মুরাতরির পাণ্ডুলিপি-খণ্ড বলে পরিচিত লেখাটি হল সবচেয়ে প্রাচীন নবসন্ধির পুস্তকগুলোর তালিকা যা লুদভিকো আন্তনিও মুরাতরি আবিষ্কার করেছিলেন ও ১৭৪০ সালে প্রকাশ করেছিলেন।
  • মুরাতরির পাণ্ডুলিপি-খণ্ড (86 KB)

প্রভুর প্রার্থনা
সাধু সিপ্রিয়ান-লিখিত এই পুস্তক ২৫১ সালে লেখা হয়েছিল; সেসময় থেকে আজ পযর্ন্ত পুস্তকটি সকলের জনপ্রিয়তা লাভ করে আসছে। প্রভুর প্রার্থনা ব্যাখ্যা করা ছাড়া উত্তর আফ্রিকার কার্থাজের ধর্মপাল সাধু সিপ্রিয়ান তাঁর নিজস্ব কয়েকটি ধারণার উপর জোর দেন যে ধারণাগুলো ধর্মপাল হিসেবে তাঁর মতে মণ্ডলী-গঠনে প্রাধান্য পাবার কথা যথা, খ্রিষ্টমণ্ডলীর একতা এবং ভক্তবৃন্দের মধ্যে সুসম্পর্ক।
  • প্রভুর প্রার্থনা (186 KB)

ঐশরহস্যগুলি প্রসঙ্গ
এটি সকলের স্বীকৃত কথা যে, খ্রিষ্টীয় দীক্ষার বিষয়ে সাধু আমব্রোজের এই লেখা অধিক গুরুত্বপূর্ণ। এই পুস্তকে মিলানের সেই প্রখ্যাত ধর্মপাল নবদীক্ষিতদের কাছে দীক্ষাস্নান, হস্তার্পণ ও খ্রিষ্টপ্রসাদের গভীর তাৎপর্য ব্যাখ্যা করেন। পুস্তকটি সম্ভবত ৩৮৭ সালে লেখা হয়েছিল।
  • ঐশরহস্যগুলি প্রসঙ্গ (172 KB)

সাধু বেনেডিক্টের নিয়ম
এটি হল সেই বিখ্যাত লেখা যা খ্রিষ্টান পাশ্চাত্য জগতের আধ্যাত্মিকতা শুধু নয়, তার সংস্কৃতিকেও প্রভাবান্বিত করেছে।
  • সাধু বেনেডিক্টের নিয়ম (345 KB)

মহাপ্রাণ সাধু গ্রেগরি-লিখিত সাধু বেনেডিক্টের জীবনী
  • সাধু বেনেডিক্টের জীবনী (270 KB)

সাধু বেনেডিক্টের সংক্ষিপ্ত জীবনী
  • সাধু বেনেডিক্টের সংক্ষিপ্ত জীবনী (64 KB)

সুচীপত্র  |  আমাদের জীবন  |  জুবিলী বাইবেল  |  উপাসনা  |  খ্রিষ্টমণ্ডলীর পিতৃগণ  |  ডোনেশন  |  অন্যান্য আশ্রম  |  মানচিত্র